ঢাকা অফিস: এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ছয়জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সারাদেশে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। তার মধ্যে যশোর শিক্ষা বোর্ডে এক হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। দুই হাজার ২৬৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়।
এসএসসি পরীক্ষা শুরু, যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৬২ হাজার
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দুই হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ আট হাজার ৫৬১ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। এদিন বরিশাল বোর্ডের ২ ও ময়মনসিংহ বোর্ডের চারজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া, কুমিল্লা বোর্ডে একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডে দুই হাজার ৩৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ১৮১ জন, বরিশাল বোর্ডে ৬৮২ জন, সিলেট বোর্ডে ৫৬৪ জন, দিনাজপুর বোর্ডে এক হাজার ৪৩ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৩৭০ জন, ময়মনসিংহ বোর্ডে ৬০৪ জন ও যশোর বোর্ডে এক হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
স্বাআলো/এস