‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসের কনফারেন্স রুমে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএমের (বার) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ, জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র, পুরস্কার এবং সেরা কমিউনিটি পুলিশিং সভাপতি হিসাবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সেরা কমিউনিটি পুলিশ হিসাবে এসআই রকিবুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্বাআলো/এস