জাতীয়

কাল বিজিপিসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে হস্তান্তর

| February 14, 2024

ঢাকা অফিস: বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

মিয়ানমারের কাউকে আর দেশে ঢুকতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় বিজিবির সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জেটিঘাট, ইনানী, কক্সবাজারে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সকাল ৮টার দিকে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বিজিবি।

স্বাআলো/এসআর/এস

Shadhin Alo