আন্তর্জাতিক

কাশ্মীরে হাউসবোটে আগুন: নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

| November 12, 2023

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হাউসবোটে আগুনে নিহত তিন বাংলাদেশির পরিচয় মিলেছে।

রবিবার (১২ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওই তিন বাংলাদেশি হলেন গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, গণপূর্তের চট্টগ্রাম বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাসগুপ্ত ও গণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন।

স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে ভয়াবহ আগুনে পুড়ে যায় ডাল লেকের কয়েকটি হাউসবোট। সেগুলোর একটিতে ছিলেন তিন বাংলাদেশি।

কাশ্মীরের পুলিশের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, শনিবার ভোরে ডাল লেকের ৯ নম্বর ঘাটে থাকা হাউসবোট থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে পাশাপাশি কয়েকটি বোটে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই পুড়ে যায় কয়েকটি হাউসবোট।

আগুন ধরার কয়েক ঘণ্টা পর ‘সাফিনা’ নামের হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply