দীর্ঘ পাঁচ মাস দশ দিনের অচলাবস্থার পর অবশেষে সচল হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। শিক্ষক সমিতির আন্দোলন স্থগিতের পর আগামীকাল মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। নতুন উপাচার্যের নির্দেশে এই সিদ্ধান্ত আসায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২৮ জুলাই) কুয়েট শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী ক্লাস-পরীক্ষা শুরুর নির্দেশ দেন।
এর আগে গত দুই দিন ধরে নতুন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী এবং আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এই অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন এ বিষয়ে বলেন, উপাচার্যের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দেওয়ায় আমরা ক্লাসে ফিরতে প্রস্তুত।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে যে, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সেই মোতাবেক মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে আসছিল শিক্ষক সমিতি, যার ফলে দীর্ঘ এই অচলাবস্থার সৃষ্টি হয়। নতুন উপাচার্যের মধ্যস্থতায় অবশেষে এই সংকটের অবসান ঘটলো।
স্বাআলো/এস