কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেফতার

বান্দরবানে লাইমি পাড়া থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শুক্রবার (১৭ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে র‍্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত আকিম বম বান্দরবান সদর উপজেলার লাইমিপাড়ার সিয়াম খং বমের মেয়ে।

র‍্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বান্দরবান জেলার সদর লাইমিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আকিম বমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আকিম বম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, বিগত ২০২৩ সালে সে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল নামে একটি ছেলের সঙ্গে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মাইকেলের মাধ্যমে সে কেএনএর (কুকি-চিন ন্যাশনাল আর্মি) ট্রেনিং-এ যেতে আগ্রহ প্রকাশ করে। সেই সুবাদে ২০২৩ সালের ডিসেম্বরের শুরুর দিকে আকিম ও মাইকেল সন্ধ্যা বেলায় পায়ে হেঁটে কেএনএর ট্রেনিং সেন্টারের উদ্দেশে যায়। পরবর্তী দিন ভোর ৫টার দিকে তারা রোয়াংছড়ির গহীন পাহাড়ি ট্রেনিং সেন্টারে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ভান খার ময় বম নামে কেএনএর একজন নারী কমান্ডারের সঙ্গে তাদের পরিচয় হয়।

তার ভাষ্যমতে, সেখানে আরো অনেক মেয়ে ছিলো, তাদের বেশিরভাগই মুখে কালি মাখতো। তাদের ট্রেনিং সেন্টারের নাম ছিলো কেডিওন (ঈশ্বরের দিকে)। আকিম বমসহ তাদের ব্যাচে ২০ জন প্রশিক্ষণার্থী ছিলো। তাদের প্রশিক্ষণ প্রদান করতো ৪-৫ জন।

এ পর্যন্ত ২৩ জন নারীসহ ৮৬ জনকে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ৯টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাই করা হয়। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা দেড় মাসেও উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...

প্রেসক্লাব যশোরের সাইনবোর্ডে ‘মুজিব’ লেখা কাটায় জামায়াত কর্মী বহিস্কার

‘মুজিব সড়ক’ লেখা থাকায় প্রেসক্লাব যশোরের সাইন বোর্ড কেটে...

সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ

সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে সাংবাদিকদের প্রবেশাধিকার...