খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে চোখে-মুখে সুপারগ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাড়ুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, বুধবার ভোরে রাড়ুলি গ্রাম থেকে আব্দুস সামাদ নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনায় চোখে-মুখে সুপারগ্লু দিয়ে গৃহবধূকে ধর্ষণ
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পৈশাচিক ধর্ষণের ঘটনা রুখবে কে?
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, রবিবার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। এছাড়া তারা কানের দুল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
স্বাআলো/এস