খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
তিনি ওই এলাকার রাশেদ মোল্লার ছেলে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরোধীয় জমিতে সুফিয়া বেগম ও কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ মনোমালিন্য চলে আসছিলো। শনিবার বাকবিতণ্ডার এক পর্যায়ে সুফিয়া বেগমের (৫৫) কোঁদালের আঘাতে কবির মোল্লা ঘটনা স্থলেই নিহত হয়। সে ঐ এলাকায় মৃত আশরাফ আলী লস্করের স্ত্রী।
খুলনায় একই কলেজের ২ ছাত্রীর আত্মহত্যা
স্থানীয় জনতা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলবি রনি, সহকারী পুলিশ সুপার সার্কেল মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার ও ওসি তদন্ত সঞ্জয় কুন্ডুসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
বটিয়াঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস