খুলনায় ইমন শেখ নামের এক যুবককে হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ, বুলু পাটোয়ারী, আকাশ হাওলাদার ও আপন খাঁ।
সংবাদ সম্মেলনে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ২০-২১ জন আসামি নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এসে এলোপাথাড়ি গুলি করে। এ সময় ইমন শেখের বুকের বাম পাজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা ইমনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমনের বাবা সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
এ সময় তাদের একজনের থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্বাআলো/এসএ