গুচ্ছের ফাঁকা আসনে ভর্তির সুযোগ, আগ্রহীদের সম্মতি দেয়ার নির্দেশ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি হতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন। আগামীকাল সোমবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্মতি জানানোর জন্য নির্দেশ দিয়েছে ভর্তি কমিটি।

রবিবার (১ অক্টোবর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চার ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শূন্য কিছু আসন পূরণে ‘বিশেষ ধাপে’ শিক্ষার্থী ভর্তি করানো হবে। এতে আগ্রহীদের সম্মতি জানাতে হবে। সম্মতি দেয়ার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে ঢুকে জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। এরপর সেখানে থাকা ‘ইয়েস’ বাটনে ক্লিক করতে হবে।

এ ছাড়াও ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ২১ আগস্ট ছিলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও ফি জমা দেয়ার শেষদিন। এরপর ২২ আগস্ট জমা নেয়া হয় মূল কাগজপত্র।

এরপর শুরু হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের বেশি সময় ধরে ক্লাস চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো প্রায় দুই হাজার ২০০ আসন শূন্য রয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে অবশেষে ‘বিশেষ ধাপ’ উল্লেখ করে চলতি বছর শেষবারের মতো শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...