ঢাকা অফিস: গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে কয়েকজন ১২ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ টেলিকম ভবন অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ইউনূস বলেন, নিজের অফিসে ঢুকতে পারবো কিনা- এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখ-কষ্টে পড়ে গেছি। ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এ ভবনটা আমরা করেছি এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন। হঠাৎ চারদিন আগে বাইরের লোক এসে জবর দখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম।
স্বাআলো/এস