জাতীয়

চতুর্থ দফার অবরোধেও আজ বাস চালানোর ঘোষণা

| November 12, 2023

বিএনপি-জামায়াতের চতুর্থ দফার অবরোধেও সারাদেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

এনায়েত উল্যাহ বলেন, আজ রবিবার (১২ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করছে।

তিনি বলেন, জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

অবরোধে গাড়ি চলাচলে যেনো কোনো ধরনের বাধা দেয়া না হয় সেজন্য জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply