খুলনা বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগটিতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে ৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন। এরমধ্যে যশোরে ৫১ জন ভর্তি হয়েছেন।
রবিবার (১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে ৮০ জন মাগুরায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৫১, ঝিনাইদহে ৬৪, খুমেকে ৩৮, নড়াইলে ৪৩, কুষ্টিয়ায় ৪৮, মেহেরপুরে ৩৩, বাগেরহাটে ২৪, চুয়াডাঙ্গায় ১৩, খুলনার অন্যান্য হাসপাতালে ২০, সাতক্ষীরায় ৩ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর বিভাগের ১০ জেলায় ৪৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩, যশোরে ৮, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩, সাতক্ষীরা জেলার অন্যান্য হাসপাতালে একজন ও নড়াইলের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাআলো/এসএ