ঢাকা অফিস: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ২৬(গ) ধারা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এই ধারার অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীতার স্বার্থে চুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেয়া হতো। তবে ধারাটি স্থগিত করার ফলে এখন থেকে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না।
রবিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ২৬(গ)-এর ক্ষমতাবলে উক্ত নীতিমালার ১১.১১ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোনো আর্থিক সুবিধা বা এমপিও না নেয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিকসহ সকল দায়ভার বহন করতে হবে এবং সরকারের কোনো দায় বহন করবে না। এমপিওভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনোক্রমেই ৬৫ বছরের বেশি হতে পারবে না।
স্বাআলো/এস