জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এফিবিটিভির সিইও, এফবিটিভি নিউজের প্রকাশক ও সম্পাদক এবং আমেরিকার ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাকিমুল আলম মালিক টিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় আমেরিকার ফ্লোরিডা থেকে প্রচারিত আইপিটিভি এফটিভি অনলাইন নিউজ পোটাল এফবি নিউজ টোয়েন্টিফোরের সিইও ফ্লোরিডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিমুল আলম মালিক টিটন তিনি তার বক্তব্যে বলেন, সুদুর আমেরিকার ফ্লোরিডা থেকে এ দেশ মাটি ও মানুষের কল্যাণের কথা ভাবি।
আপনারা যারা মহৎ পেশা সাংবাদিকতায় আছেন আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে। আমি মনে করি আজকের বাংলাদেশের যে উন্নয়ন তা সম্ভব হয়েছে তা গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকার মাধ্যমেই।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমকর্মীরা জীবন বিসর্জন দিয়েছেন।
তাই আমি মনে করি যুগে যুগে গণমাধ্যমকর্মীদের আত্মত্যাগ ও কর্মে আজকের এই বাংলাদেশ। আজ আমরা এই মতবিনিময় সভার মাধ্যমে সবাই একটি ঐক্যমতে অঙ্গীকার করি। এজেলার উন্নয়নে ও পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে সকল গণমাধ্যমকর্মী মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ ভুলে আসেন এক সাথে কাজ করি। আমাদের দ্বীধাহীন ঐক্যের সমতায় জেলা ও জেলার মানুষের উন্নয়ন করতে পারলে আগামী প্রজন্মের কাছে এর ধারাবাহিকতার বীজ বপন করে যেতে পারবো।
রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ মতবিনিময় সভায় প্রথমে পরিচয় পর্ব এর পর উন্মুক্ত আলোচনাসভায় অংশ নেন জেলার সকল প্রি ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মৃতিচারণমুলক আলোচনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি রাজিব হাসান কচি, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক সরদার আল আমীন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পদাক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মানিক আকবরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপস্থিত বক্তারাও জেলার সাংবাদিকদের সাংবাদিকতার ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চায়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাবিন সানভি।
স্বাআলো/এসআর/এস