জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে গাছের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্তোষপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়েন তিনি।
নিহত সাইদুল ইসলাম উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের গাজী পাড়ার মরহুম মোনজের আলীর ছেলে।
কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সাইদুল ইসলাম পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালেব হোসেনের বাগানে তিনিসহ ১১ জন শ্রমিক শিশুগাছ কাটছিলেন। গাছ কাটার এক পর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো শিশু গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে কাজ করা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় চোরচক্রের ৪ সদস্য আটক
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুল ইসলামের মৃত্যু হয়েছিলো।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। সে কারনে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যরা নিয়ে যায়।
স্বাআলো/এস