চুয়াডাঙ্গায় চোরচক্রের ৪ সদস্য আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

এ সময় চোরের দখলে থাকা দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন জীবননগর পৌর শহরের হাসপাতাল পাড়ার অনিক হোসেনের বাড়ির সামনে থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্রের দুই সদস্য। এ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক এসএম জাবীদ হাসানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও উপ-পরিদর্শক ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে চোরচক্রের সদস্যরা এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে রেখে নিজেদের মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে একটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ওই দুইজনকে গ্রেফতার করেন।

মেডিকেলে প্রথম তানজিম

গ্রেফতারকৃত হলো- পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামের সাকিব আহম্মেদ খান ওরফে শান্ত (২০) এবং একই উপজেলার বজ্রাপুর গ্রামের শাকিল হোসেন (২৬)। পরে পুলিশ গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে ওই উপজেলার খাঁপুরন্দপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই গ্রামের চোরচক্রের সদস্য ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করেন এবং তার দখলে থাকা একটি কালো রঙের ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করেন। এরপর পুলিশ সদস্যরা ফরিদপুর জেলার মালাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে শ্বশুর বাড়িতে অবস্থানরত মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের চোরচক্রের সদস্য মেহেদী হাসান ওরফে লিপুকে (৩২) গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানার মামলা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...