জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক পৌর এলাকার বড়বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে পেয়াজ আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুরগী, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স শিমরান হোটেলে তদারকিতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াকরণের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সায়েম মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আট হাজার টাকা জরিমানা করা হয়। বড়বাজারের কাঁচাবাজার, আড়ৎ, মাছ-মাংস, মুরগী, সবজি, পেঁয়াজের বাজার তদারকি করা হয়।
এ সময় মেসার্স বিপুল স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল জোয়ার্দারকে ৩৮ ধারায় দুই হাজার টাকা, মেসার্স নবী পোল্ট্রি হাউজকে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত মুনাফা করার অপরাধে নবীউদ্দিনকে ৪৫ ধারায় এক হাজার টাকা, মেসার্স বৈশাখি বাণিজ্যালয়ের মালিক সুলতান কবিরকে পেঁয়াজসহ আড়তে অন্যান্য পণ্যের ভাউচার ও মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
স্বাআলো/এসআর