জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার যুব উন্নয়ন অধিদফতরের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন হোসেন নামে এক যুুবক নিহত হয়েছেন।
নিহত আলামিন হোসেন (২৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনী পাড়ার আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুল আলম জানান, আলামিন হোসেন সোমবার (১২ ফেব্রুয়ারি) মোটরসাইকেল করে বাড়ি থেকে বের হয়ে জাফরপুর অভিমুখে যাচ্ছিলেন। সে যুব উন্নয়ন অধিদফতরের সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার সময় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দিয়ে দেয়া হয়েছে।
স্বাআলো/এস