জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দুই বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে লাশ হলেন লিটন (২৫)। আহত হয়েছেন নিহতের বন্ধুসহ আরো দুইজন। আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাম্বলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত লিটন আলমডাঙ্গা উপজেলার রেলজগন্নাথপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, আহত স্বামী-সন্তান
আহত হয়েছে উপজেলার শ্রীরামপুর গ্রামের ফারুক আলী ও আলমসাধু আরোহী আসমান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, লিটন ও ফারুক দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছিল কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকায়। আলমডাঙ্গার ডাম্বলপুর এলাকায় তারা মোটরসাইকেল চালিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অবৈধ আলমসাধুর সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো বলেন, ঘটনার পর লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
স্বাআলো/এস