জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় শিয়ালের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে দামুড়হুদা উপজেলার রামনগর-ভালাইপুর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম(৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজের মণ্ডলের ছেলে ও ওয়েলডিং মিস্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার এএসআই ইলিয়াস হোসাইন জানান, সাইফুল ইসলাম ভালাইপুর বাজারে ওয়েলডিং মিস্ত্রী। রাতে তিনি একজনকে সাথে নিয়ে ব্যাক্তিগত কাজ সেরে ইব্রাহিমপুর এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্য রামনগর- ভালাইপুর সড়কের মাঝামাঝি স্থানের মাঠের নিকট পৌছালে শিয়ালের সাথে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে দুইজন আহত হন। তাদের পথচারীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস