Uncategorized

গাছের সাথে পূর্বাশা পরিবহনের ধাক্কা, ঝিনাইদহের ড্রাইভারের মৃত্যু

| October 7, 2023

ফরিদপুরের মধুখালী বাজারে আইল্যান্ডে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে আঘাত করলে ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী গ্রামের পূর্বাশা পরিবহনের ড্রাইভার পল্লব ঘোষের (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে।

নিহতের ভাই প্রবীর ঘোষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন ফরিদপুর উপজেলার মধুখালী বাজারের বালিয়াকান্দি উপজেলাতে প্রবেশ করলে আইল্যান্ডে ধাক্কা দিয়ে পাশের একটি গাছের সাথে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply