চট্রগ্রাম বিভাগ

টাকা আত্মসাতে অন্তঃসত্ত্বা বোনকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি | June 13, 2025

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি বিক্রির টাকা আত্মসাত করতে ৬ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোনকে হত্যার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাকছুদা আক্তার মালা (৩২), উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো. হোসেনের স্ত্রী এবং জাহানারা বেগম (৫৫), একই গ্রামের কেরামত আলীর মেয়ে।

তাদের বুধবার (১১ জুন) সাতক্ষীরা সদর উপজেলার কুকরাইল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হালিমা খাতুন অভিযুক্ত মো. হোসেনের ছোট বোন। পৈত্রিক সম্পত্তির অংশ হোসেনের কাছ থেকে লিখিত স্ট্যাম্পে পর্যায়ক্রমে টাকা দিয়ে কিনেছিলেন হালিমা। গত ৫ মে বিকেল সাড়ে ৫টায় বড় ভাইয়ের ভাড়া বাসায় যান হালিমা, স্ট্যাম্পটি ফেরত নিতে। সেখানে হোসেন, তার স্ত্রী মালা এবং জাহানারা বেগম পূর্বপরিকল্পিতভাবে হালিমার ওপর নির্মম হামলা চালায়।

তাকে ইট দিয়ে মাথা, চোখ ও মুখে আঘাত করে গুরুতর আহত করে। হালিমার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে রাত ১০টায় হালিমা তার গর্ভস্থ শিশুসহ মারা যান।

র‌্যাব জানায়, ঘটনার পর নিহতের পরিবার তিনজনকে আসামি করে মামলা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Shadhin Alo