বিএনপি

ঢাকায় বিএনপির শক্তিশালী শোডাউন

ঢাকা অফিস | May 6, 2025

দীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান শেষে শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকায় সৃষ্টি হয়েছে বিরাট রাজনৈতিক উন্মাদনা। দলের হাজার হাজার নেতাকর্মী রাজধানীর রাজপথে নেমে একটি শক্তিশালী শোডাউন প্রদর্শন করেছেন, যা আগামী দিনের রাজনীতিতে বিএনপির গুরুত্বের ইঙ্গিত বহন করে।

শুক্রবার বিকাল চারটা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে অবতরণ করেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন হাজার হাজার নেতাকর্মী। তাঁরা ব্যানার, ফেস্টুন, ফুল ও নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নেত্রীকে অভ্যর্থনা জানান। ‘আমার নেত্রী আমার গর্ব, ফিরে এলেন বাংলার অহংকার’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত সড়কজুড়ে অবস্থান নেয় দলীয় নেতাকর্মীরা। পথের দুই পাশে দাঁড়িয়ে তাঁরা নেত্রীকে স্বাগত জানান এবং ‘গণতন্ত্র মুক্তির সংগ্রামে খালেদা জিয়া আমাদের অগ্রদূত’ বলে স্লোগান দিতে থাকেন। কোথাও কোথাও মিছিল ও ছোটখাটো সমাবেশও লক্ষ্য করা যায়।

আরো পড়ুন>> দেশে ফিরছেন খালেদা জিয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম জিয়ার প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশবাসীর জন্যই একটি আশা ও প্রেরণার উৎস। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তাঁর নেতৃত্বেই দেশ আবার মানুষের অধিকার ফিরিয়ে পাবে।”

রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুবুল হক মনে করেন, “এ ধরনের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে শক্তি সঞ্চারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের আগে এমন ঘটনা দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে বড় ভূমিকা রাখে।”

তিনি বলেন, “যেভাবে সাধারণ মানুষ, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন, তা প্রতিদ্বন্দ্বীদের নতুন করে ভাবিয়ে তুলবে।”

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত। জনসমাগম ও যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হলেও বিকেল নাগাদ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা যায়, দেশে ফিরে বেগম জিয়া প্রথমে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন এবং তারপর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন। এই বৈঠকে আগামী নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo