ঢাকায় আরো ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছে সরকার। ঢাকা মহানগরী ও পূর্বাচল এলাকায় এ বিদ্যালয়গুলো স্থাপিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আগামীকাল সোমবার (৯ অক্টোবর) বিদ্যালয়গুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রবিবার (৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার বিকেল ৩টায় মিরপুরের ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান হবে।
এতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন উপস্থিত থাকবেন।
স্বাআলো/এসএ