তিশার পড়ে যাওয়া ঠেকাই, কিন্তু সে ভড়কে যায়: পরীমনি

বিনোদন ডেস্ক: গত ৭ জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরীমনি। শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র‌্যাম্পে হাঁটেন চিত্রনায়ক শাকিব খান।

এদিন তার সঙ্গে পরীমনি ছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর।

একঝাঁক নায়িকাকে নিয়ে র‌্যাম্পে হেঁটে যখন বেশ হৈ চৈ ফেলে দিয়েছেন শাকিব, ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরীমনি, মিম ও তানজিন তিশা।

পরীমনির পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডিপজল

দুই বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরী। সেই থেকেই দুইজনের দ্বন্দ্ব।

জানা গেছে, শুক্রবারের ফ্যাশন শোতে পরীমনি-মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে। এরপরেই নেটিজেনদের নজর তিশার দিকে। সবার একটাই প্রশ্ন, এবার কি তিশার সঙ্গেও দ্বন্দ্ব মিটবে পরীমনি?

একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গেও ঝামেলা হয় পরীমনির। সেই থেকে সম্পর্ক রাখা তো দূর, কেউ কারো ছায়াও মাড়ান না তারা। কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন পরী।

বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কী আছে? তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে, সেটা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিলো। তখন হাই-হ্যালো না বলার কিছু নেই।

বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে দিয়ে, কত বড় নেমকহারাম: পরীমনি

এদিকে পরীমনি বলেন, সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিশা পড়ে যাচ্ছিলো। তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি। এর চাইতে বেশি কিছু নয়।

তিনি আরো বলেন, আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভড়কে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, ‘তুমি ঠিক আছো তো?’ জাস্ট এটুকুই। কিন্তু এ ঘটনার চারদিন পর এসে শুনছি, আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব! এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ আছে।

প্রসঙ্গত, রাজের ফেসবুক থেকে তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায়। সেসময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায়। যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে সন্দেহ করেন, যা নিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে।

স্বাআলো /এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...