লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন নামে ছিনতাই হওয়া এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো।
রবিবার (৬ জুলাই) পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (৫ জুলাই) রাতভর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নতুন পাঁচজন হলেন- উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর এলাকার সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন (২৮), উপজেলার রাধানাথ এলাকার জুলফিকার আলী (২৪), পাটগ্রাম পৌরসভার উত্তর সোহাগপুর এলাকার খায়রুল ইসলাম (৩৭), একই এলাকার লাজু মিয়া (৩১) এবং বেংকান্দা এলাকার মিজানুর রহমান (৩২)।
উল্লেখ্য, পাথর কোয়ারির রয়ালিটির নামে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস সোহেল ও বেলাল নামে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেন। এরপর দণ্ডিতদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পাটগ্রাম থানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
মাগুরায় অস্ত্র ও মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার
ওই হামলায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশ রওনা দিলে তাদের থানাও অবরুদ্ধ করা হয়।
এ ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে পুলিশ। এই দুই মামলায় এ পর্যন্ত ছিনিয়ে নেওয়া দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে অপর দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছিলো পুলিশ।
এদিকে, গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ইতিমধ্যে বিএনপি তাদের কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কারও করেছে। তবে বিএনপি সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে, গ্রেফতারকৃতদের সঙ্গে তাদের দলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এনসিপির সংগঠক সারজিস আলম উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দায়ী করছেন।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। দণ্ডপ্রাপ্ত ছিনতাই হওয়া দুই আসামিকেই গ্রেফতার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
স্বাআলো/এস