জাতীয়

দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা

| April 15, 2025

ঢাকা অফিস: রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এর কারণ হলো মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo