জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ বুধবার জেলা প্রশাসন ,নড়াইল ও পাট অধিদফতর,বস্ত্র ও পাট মন্ত্রনালয় এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা পাট জাত পন্যের ব্যবহার নিশ্চিত করনসহ পাটের বিভিন্ন বিষয়ের উপর গুরত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহম্মদ মাজবুবউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল সদর উপ- সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, পাট ব্যাবসায়ি, পাট চাষীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসআর