জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলার গোবরা খেয়াঘাটের চিত্রা নদীর তীর থেকে বৃদ্ধ অজ্ঞাত নারীর লাশ (৬০) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় লোকজন নদীর তীরে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নড়াইলে ট্রাক উল্টে যশোরের ইমন নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার অজ্ঞাত বৃদ্ধ ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর তীরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোনো কাপড় ছিলো না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আরো বলেন, ময়নাতদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।
স্বাআলো/এস