নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চানপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মিঠুন বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই নারীও। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে মিঠুন বিশ্বাস তার পিতার সাথে মাঠে কৃষিকাজ করছিলেন। বজ্রপাতের শিকার হয়ে মিঠুন ঘটনাস্থলেই প্রাণ হারান। তার পিতা কিছুটা আহত হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সোহেলী জামান জানান, মিঠুন বিশ্বাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসানোর চিহ্ন ছিল।
এদিকে, বজ্রপাতে আহত হয়েছেন আরও দুজন। চানপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) এবং নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা লিলি বেগম (৬০) বজ্রপাতে আহত হয়ে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে। তাদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।