জেলা প্রতিনিধি, নড়াইল: তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) নড়াইল পৌরসভা, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে নড়াইল পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় পৌর মেয়র সকলকে তামাক ও মাদক বর্জন এবং সাধারন জনগনকে তামাক ও মাদকের প্রতি নিরুৎসাহিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান এবং আজ শুক্রবার থেকে পৌরসভার কার্যালয়কে তামাক মুক্ত এলাকা ঘোষনা করেন। যদি কেউ এ কার্যালয়ের মধ্যে সেবন করে আর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।
নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, তামাক বিরোধী জোট এর নড়াইল প্রতিনিধি স্বাবলম্বি এর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, পৌরসভার সচিব ওহাবুল আলম, কোষাধক্ষ্য সাইফুজ্জামান,পৌরসভার কাউন্সিলর রেজাইল বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারি, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস/বি