নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো: জিএম কাদের

0
24

ঢাকা অফিস

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “সরকার যদি ক্ষমতা ও মববাজির মাধ্যমে দেশের মানুষের উপর অত্যাচার চালায়, তাহলে তা মেনে নেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই কারণে সাংবাদিকদের চাকরি হারানো কিংবা টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হলে, তা গণতন্ত্রের পরিপন্থী। আমরা একটি ফ্যাসিবাদী শাসন বিদায় করেছি, আরেকটি নব্য ফ্যাসিবাদকে স্থান দিতে চাই না। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে দিয়ে কোনো সংস্কার সম্ভব বলে আমরা বিশ্বাস করি না। সরকার প্রধান হিসেবে তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। তারা যেসব সংস্কারের কথা বলছেন, তা বাস্তবায়নযোগ্য নয়। নতুন দল গঠনের কথা বললেও তারা পুরনো ধাঁচের রাজনীতিতেই ফিরে গেছে—চাঁদাবাজি, শোডাউন আর বাহুবলের রাজনীতি করতে গিয়ে কাকের গায়ে ময়ূরের পালক লাগানোর মতো অবস্থা হয়েছে।”

গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের ব্যর্থতা তুলে ধরে জিএম কাদের বলেন, “যেহেতু আপনি (সরকার প্রধান) অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় নিন।”