বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে গেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন পপির ভাই সামির।
তিনি জানান, সোমবার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সবাই বাবার জন্য দোয়া করবেন।
জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
দর্শকপ্রিয় এই নায়িকা দীর্ঘ তিন বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন। শুরু দিকে তার অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।
স্বাআলো/এস