আগামী ফেব্রুয়ারিতেই একটি অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
সোমবার (৭ জুলাই) সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
সিলেট সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি দলীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এর মধ্যে একটি হলো যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল। এছাড়া তিনি সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সিলেট জেলার দলীয় নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
এই দুটি কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.)-এর মাজার এবং পরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন।
স্বাআলো/এস