জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান’ এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বিভাগ পটুয়াখালী।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সার্কিট হাউজ প্রাঙ্গণ হতে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বিভাগ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র্যালি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক সরোয়ার টারজন।
আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিসংখ্যান বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা অমিতাভ রায় ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিরাজুর রহমান প্রমুখ।
স্বাআলো/এসআর/এস