জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
বুধবার (১ মে) দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাবেশ।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’, এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন ও বাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস