জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
পটুয়াখালী গলাচিপা সড়কের বাদুরা বাজারের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মনির গাজীর ছেলে বেল্লাল হোসেন (২৩) ও ইছআদই গ্রামের রুহুল আমিনের ছেলে রাহাত (২০)।
পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজ ভঙ্গরের পথে
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, ইমরান এক্সক্লোসিফ নামের বাসটি গলাচিপা উপজেলার হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি পটুয়াখালী শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে বাদুরা বাজারের পূর্ব পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
যাত্রীদের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এসে আহতদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে উদ্ধার কাজে অংশ নেন।
আহতদের মধ্যে আশরাফ আলী (৫), জহিরুল ইসলাম (৫), নাসরিন বেগম (৫৪), লামিয়া বেগমকে (২০) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
স্বাআলো/এসআর