জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার জহির- মেহেরুন নার্সিং কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর শিরা বরণ, প্রতীক ধারণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জেলা শিশু একাডেমিতে জহির-মেহেরুননেছা কলেজের চেয়ারম্যান মেহেরুননেছা এর সভাপতিত্বে ও শিক্ষার্থী মেহেরুন নেছা মৌ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান।
পটুয়াখালীতে ২দিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু
স্বাগত বক্তব্য রাখেন, জহির- মেহেরুননেছা নার্সিং কলেজের অধ্যক্ষ খন্দকার আরিফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত ও্র ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হাসনেয়ারা বেগম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জহির- মেহেরুন নার্সিং কলেজের ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর তিনটি ব্যাচের শিক্ষার্থীকে শিরা বরণ, প্রতীক ধারণ পরিয়ে দেন।
পরে শপথ পড়ান অধ্যক্ষ খন্দকার আরিফ হোসেন।
স্বাআলো/এসআর/এস