গত মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ওই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।
আটক কিশোর রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা রেল সেতু উদ্বোধন করবেন। রেল সেতু উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে শুক্রবার সকালে আসার সময় পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে সেখান থেকে এক কিশোর দুটি পাথর ট্রেনের দিকে ছুঁড়ে মারে। একটি পাথর ট্রেনের নিচে লাগে ও অপরটি ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাসে লেগে ভেঙে যায়।
এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এসএস