পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে দুর্দান্ত জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচে দুই ওপেনারের রেকর্ড জুটিতে হেসেখেলে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার (১০ নভেম্বর) ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তুলে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগ্রেসরা।
সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে নেন দুই টাইগ্রেস ওপেনার। দেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে, সর্বোচ্চ ১১৩ রানের জুটি গড়েছিলেন শুকতারা রহমান ও শারমিন আক্তার।
সিরিজের প্রথমে ম্যাচে ৫ উইকেট হারতে হয়েছিলো বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে বোলারদের দারুণ নৈপুণ্যে ১৬৯ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ১৬৯ রানেই আটকে দিয়েছিলো টাইগ্রেসরা।
এরপর সুপার ওভারে নিগার সুলতানার জ্যোতির বীরত্বে জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ। এরও আগে, ২-১ ব্যবধানে পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা।
স্বাআলো/এস