আন্তর্জাতিক

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে ১০ জনেরও বেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | May 21, 2025

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান চালিয়ে ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা, এক ব্যবসায়ী এবং এক কলেজ ছাত্র।

হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাকিস্তানে ঘন ঘন যাতায়াত করতেন এবং দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তার সঙ্গে তার সংযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য আদান-প্রদানের অভিযোগ আনা হয়েছে।

পাঞ্জাবের মলেরকোটলা থেকে গজালা ও ইয়ামিন মুহাম্মদ নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা অনলাইনে অর্থের বিনিময়ে গোপন তথ্য পাচার করতেন বলে পুলিশের দাবি।

উত্তরপ্রদেশের রামপুর থেকে গ্রেফতার শাহজাদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পাকিস্তানে যাতায়াত করতেন এবং প্রসাধনী ও অন্যান্য সামগ্রী পাচারের আড়ালে আইএসআইয়ের হয়ে কাজ করতেন বলে অভিযোগ।

এছাড়া হরিয়ানার কৈথল থেকে দেবেন্দ্র সিং ধীলোঁ নামে এক ছাত্রকে সেনা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি আইএসআইয়ের সংস্পর্শে আসেন কার্তারপুর সাহিবে তীর্থযাত্রার সময়।

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতারগুলো করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সেনাবাহিনীর গতিবিধি, ক্যান্টনমেন্ট এলাকা ও কৌশলগত স্থাপনা সম্পর্কে তথ্য পাঠাতেন।

Shadhin Alo