নিজস্ব প্রতিবেদক: পুলিশের অত্যাচারে শারীরিক নির্যাতনের শিকার যশোর জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমকে দেখতে তার বাসায় গিয়েছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাজী নাবিল আহমেদ ফিরোজ আলমের শারীরিক খোঁজ-খবর নিতে বাসায় যান।
এ সময় কাজী নাবিল আহমেদের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
যশোরের জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান
কাজী নাবিল আহমেদ ফিরোজ আলমের উপর পুলিশি নির্যাতনের বিস্তারিত ঘটনাটি শোনেন।
রাজনৈতিক শিষ্টাচার ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস্ত করেন। রাজনৈতিক নেতাকর্মীদের উপর আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সোমবার ফিরোজ আলমের উপর পুলিশ কোনো ধরনের কারণ ছাড়াই আক্রমণ করে অমানুসিক নির্যাতন চালায়। ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলনের পালবাড়ি কাঁচাবাজার মোড়ের অফিসে পুলিশ এ ঘটনা ঘটনায়। সেখানে ফিরোজ আলমের মতো যুবলীগের তৃণমূল পর্যায়ের আরো অনেক নেতাকর্মীর উপর শারীরিক নির্যাতন চালায়।
স্বাআলো/এস