ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) অতিরিক্ত পরিচালক ও যশোরের পুলিশ সুপারের (এসপি) স্ত্রী বিপ্লবী রাণী জোয়ারদার।
রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিপ্লবী রাণী জোয়ারদার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারী ও পরিবার-পরিজন গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন সকলে।
উল্লেখ্য, বিপ্লবী রাণী জোয়ারদার ১৯৭০ সালের ২৫ জুলাই যশোরের মণিরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে এনএসআইতে যোগদান করেন। তিনি এনএসআইতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালে এনএসআইর অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।
স্বাআলো/এসএ