প্রশিক্ষণের সময় অজ্ঞান হয়ে প্রাণ গেলো এসআইয়ের

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৪৬)।

রবিবার (১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এক কিলোমিটার দৌড়ের সময় তার মৃত্যু হয়। কামাল হোসেন বরিশাল গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। তার ডিপার্টমেন্টাল ক্যাডেট কোর্স নম্বর ৪৪।

কামাল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকজল গ্রামে।

পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ডিপার্টমেন্টাল ক্যাডেট কোর্সের অংশ হিসেবে ৬২৩ জন পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। প্রশিক্ষণ চলবে ১৪ এপ্রিল থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।

রবিবার সকালে তিনি কিলোটেস্টে অংশ গ্রহণ করেন। নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে দৌড়ানো শেষ করেন। এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক (ট্রেনিং) শাহ আব্দুর রহিম চৌধুরী তাকে পুশ আপের (বুক ডাউন) জন্য প্রস্তুতি নিতে বলেন। এ সময় হঠাৎ করে কামাল হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যদি কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহেল তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...