বাগেরহাটে ট্রাকচাপায় রাকিবুল হাওলাদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
রাকিবুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল আলোকদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাকিবুল হাওলাদার সোমবার সকালে মোটরসাইকেলযোগে ফকিরহাটের কাটাখালী এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে মোংলায় যাওয়ার পথে স্থানীয় টাউন নওয়াপাড়া এলাকার আলফা কোম্পানির সামনের রাস্তায় পিছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ এসে লাশের সুরতহাল করে নিহতের মরদেহ ফকিরহাট থানায় নিয়ে যায়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, লাশ ফকিরহাট থানা অভ্যন্তরে রাখা হয়েছে। ট্রাকের চালককে শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় কাটাখালী হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
স্বাআলো/এস