জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার সদর উপজেলার ১৩ নম্বর ভুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি পরিক্ষার্থী ২০২৪ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বিজ্ঞ সদস্য পাবলিক সার্ভিস কমিশন ও সাবেক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা সভাপতি মরহুম ফজলুল করিম মোল্লা সাহেবের কনিষ্ঠ পুত্র ফয়েজ আহম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, দাকা সদস্য এনায়েত হোসেন মোল্লা, ১৩ নম্বর ভুরিয়া ইউনিয়নের ইইপ চেয়ারম্যান রুবেল আহম্মেদ, ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেনসহ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক- কর্মচারী, এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষাীথীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে পুরস্কার বিতরন করা হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৭৬ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করবে বলে প্রধান শিক্ষক শামিম হোসেন জানান।
স্বাআলো/এসআর