ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হিন্দু বালিয়াডাঙ্গী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জুমার পর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে। এতে তাঁর আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী এবং আশপাশের গ্রামের বহু মানুষ অংশ নেন।
এর আগে, রাষ্ট্রের পক্ষে চরভদ্রাসন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজার পর হিন্দু বালিয়াডাঙ্গী এলাকার হাজিডাঙ্গী মাদ্রাসার কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।