বিনোদন

ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জয়া আহসানের

| November 20, 2023

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ফিলিস্তিনে হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার এ অভিনেত্রী।

জয়া লিখেছেন, ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর, আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা গেছেন আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ।

গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০

এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে চার হাজারের বেশি।

সব কিছু দেখে অসহায়ত্ব আর বিষণ্ণতায় ভোগার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply