রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু। এই বন্ধুত্বের ভিত্তি হচ্ছে সমতা ও সম্মান।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে পুতিন আরো বলেন, ভবিষ্যতেও এই কেন্দ্রের সাথে থাকবে তার দেশ। ২০২৪ এ প্রথম ইউনিট ও ২০২৬ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরুর ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বব্যাপী পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে বড় পদক্ষেপ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
এরপরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাশিয়া। অর ফলে আজ থেকে পরমাণু স্থাপনার মর্যাদা পেলো রূপপুর প্রকল্প।
স্বাআলো/এসএ